মন্ত্রীদের বেতনের ওপর করের প্রস্তাব অনুমোদন
মন্ত্রীদের বেতনের ওপর করের প্রস্তাবমন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। এটি সংসদে পাস হলেইমন্ত্রী-প্রতিমন্ত্রী সবাইকে কর দিতে হবে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীশেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ-সংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদিত হয়।বৈঠকের পর প্রধানমন্ত্রীরপ্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, বৈঠকে দ্য প্রাইম মিনিস্টার (রেমুনারেশন অ্যান্ডপিভিলেজেস) অ্যাক্ট-১৯৭৫ এবং দ্য মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট, ডেপুটি মিনিস্টারস(রেমুনারেশন অ্যান্ড পিভিলেজেস) অ্যাক্ট-১৯৭৩-এরসংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়েছে। কর্মকর্তারা জানান, মন্ত্রিসভায়অনুমোদিত এ প্রস্তাব সংসদে যাবে। এরপর তা চূড়ান্ত হবে। গত বাজেটঅধিবেশনে প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন করের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন