কর-ন্যায়পাল আইন, ২০০৫
(২০০৫ সনের ১৯ নং আইন ) রহিতকরণ ও হেফাজত
|
|
২। (১)
কর-ন্যায়পাল আইন, ২০০৫ (২০০৫ সনের ১৯ নং আইন ),
অত:পর
উক্ত আইন বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল ।
(২)
উক্ত আইন রহিতকরণ সত্ত্বেও –
(ক)
উহার অধীন স্থাপিত কর-ন্যায়পাল কার্যালয়ের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও গচ্ছিত অর্থ এবং অন্য
সকল প্রকার সম্পদ (যদি থাকে ), দলিল-দস্তাবেজ, ইত্যাদি
সরকারের অনুকূলে ন্যস্ত হইবে ;
(খ)
উহার অধীন স্থাপিত কর-ন্যায়পাল কার্যালয়ের সকল দায়-দেনা (যদি থাকে) সরকারের
উপর বর্তাইবে ;
(গ)
উহার অধীন দায়েরকৃত সকল অনিষ্পন্ন অভিযোগ, তদন্ত ও
সাক্ষ্য, ইত্যাদি যদি থকে, বাতিল (abate)
হইবে;
এবং
ঘ) কর-ন্যায়পাল কার্যালয়ে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মরত
কর্মচারীগণSurplus Public Servants Absorption Ordinance,1985
(Ordinance No. XXIV of 1985) অনুসারে উদ্বৃত্ত হিসাবে ঘোষিত
হইবেন এবং বিধি মোতাবেক আত্মীকৃত হইবেন ।
|
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন