বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১২

মোবাইল কোর্ট আইন, ২০০৯






মোবাইল কোর্ট আইন, ২০০৯

( ২০০৯ সনের ৫৯ নং আইন )

[ফেব্রুয়ারি ২৪, ২০০৯]



     
আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ কার্যক্রমকে কার্যকর ও অধিকতর দক্ষতার সহিত সম্পাদন করিবার জন্য মোবাইল কোর্ট পরিচালনার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান করিবার লক্ষ্যে প্রণীত আইন


যেহেতু জনস্বার্থে, আইন শৃঙ্খলা রৰা এবং অপরাধ প্রতিরোধ কার্যক্রমকে কার্যকর ও অধিকতর দক্ষতার সহিত সম্পাদন করিবার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে কতিপয় অপরাধ তাৎৰণিকভাবে ঘটনাস্থলে আমলে গ্রহণ করিয়া দন্ড আরোপের সীমিত ৰমতা অর্পণ করিয়া মোবাইল কোর্টপরিচালনার লক্ষ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল :-










সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও প্রয়োগ

১। (১) এই আইন মোবাইল কোর্ট আইন, ২০০৯ নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

(৩) সমগ্র বাংলাদেশে ইহার প্রয়োগ হইবে।
















সংজ্ঞা

২। -বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে-

(১) "অতিরিক্ত দায়রা জজ" অর্থ ফৌজদারী কার্যবিধিতে উল্লিখিত অতিরিক্ত দায়রা জজ; এবং মেট্রোপলিটন এলাকার অতিরিক্ত দায়রা জজও উহার অন্তর্ভূক্ত হইবে;

(২) "এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট" অর্থ ফৌজদারী কার্যবিধিতে উলিস্নখিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট;

(৩) "জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট" অর্থ ফৌজদারী কার্যবিধিতে উলিস্নখিত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট;

(৪) "ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট" অর্থ ফৌজদারী কার্যবিধিতে উলিস্নখিত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট; এবং অতিরিক্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও উহার অন্তর্ভূক্ত হইবেন;

(৫) "তফসিল" অর্থ এই আইনের তফসিল;

(৬) "দায়রা জজ" অর্থ ফৌজদারী কার্যবিধিতে উলিস্নখিত দায়রা জজ; এবং মেট্রোপলিটন এলাকার দায়রা জজও উহার অনত্দভর্ুক্ত হইবে;

(৭) "ফৌজদারী কার্যবিধি" অর্থ Code of Criminal Procedure, 1898 (Act V of 1898);

(৮) "মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট" অর্থ ফৌজদারী কার্যবিধিতে উলিস্নখিত মেট্রোপলিটন

ম্যাজিস্ট্রেট;

(৯) "মেট্রোপলিটন এলাকা" অর্থ কোন আইনের অধীন ঘোষিত মেট্রোপলিটন এলাকা;

(১০) "মোবাইল কোর্ট" অর্থ ধারা ৪ এ উলিস্নখিত মোবাইল কোর্ট।
















আইনের প্রাধান্য

৩। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে ভিনড়বতর যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী কার্যকর হইবে।
















মোবাইল কোর্ট

৪। আইন শৃঙ্খলা রৰা এবং অপরাধ প্রতিরোধ কার্যক্রমকে দক্ষতার সহিত সম্পাদন করিবার স্বার্থে আবশ্যক ক্ষেত্রে কতিপয় অপরাধ তাৎৰণিকভাবে ঘটনাস্থলে আমলে গ্রহণ করিয়া দন্ড আরোপের সীমিত ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে সমগ্র দেশে কিংবা যে কোন জেলা বা মেট্রোপলিটন এলাকায় ভ্রাম্যমান কার্যক্রম পরিচালিত হইবে যাহা "মোবাইল কোর্ট" নামে অভিহিত হইবে।
















মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ

৫। সরকার সমগ্র দেশে কিংবা যে কোন জেলা বা মেট্রোপলিটন এলাকায় যে কোন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাহার আঞ্চলিক অধিক্ষেত্রে যে কোন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে, আইন শৃঙ্খলা রৰা এবং অপরাধ প্রতিরোধ কার্যক্রম সম্পাদনের উদ্দেশ্যে লিখিত আদেশ দ্বারা মোবাইল কোর্ট পরিচালনা করিবার ক্ষমতা অর্পণ করিতে পারিবে।
















মোবাইল কোর্টের ক্ষমতা

৬। (১) ধারা ৫ এর অধীন ৰমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ধারা ১১ এর অধীন ক্ষমতাপ্রাপ্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আইন শৃংখলা রৰা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করিবার সময় তফসিলে বর্ণিত আইনের অধীন কোন অপরাধ, যাহা কেবল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য, তাহার সম্মুখে সংঘটিত বা উদ্ঘাটিত হইয়া থাকিলে তিনি উক্ত অপরাধ তাৎৰণিকভাবে ঘটনাস্থলেই আমলে গ্রহণ করিয়া অভিযুক্ত ব্যক্তিকে, স্বীকারোক্তির ভিত্তিতে, দোষী সাব্যসত্দ করিয়া, এই আইনের নির্ধারিত দ- আরোপ করিতে পারিবেন।

(২) তফসিলে বর্ণিত কোন আইনের অধীন প্রণীত বিধি, প্রবিধি বা আদেশের অধীন কোন অপরাধ উক্ত আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে।

(৩) তফসিলে বর্ণিত কোন আইনের অধীন কোন অপরাধ কোন্ আদালত বা ট্রাইবু্যনাল কর্তৃক বিচার্য হইবে তাহা উক্ত আইনে নির্ধারণ করা না থাকিলে, ফৌজদারী কার্যবিধির ধারা ২৯ এর সংশ্লিষ্ট দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম অনুযায়ী নির্ধারিত আদালত কর্তৃক উক্ত অপরাধ বিচার্য বলিয়া গণ্য হইবে এবং যদি অনুরূপ কোন অপরাধ বিচার করিবার এখতিয়ার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রম, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের না থাকে, তাহা হইলে উক্ত অপরাধ, তফসিলে বর্ণিত আইনের অধীন অপরাধ হওয়া সত্ত্বেও, এই আইনের অধীন আমলে গ্রহণ করিয়া দন্ড আরোপ করিবার এখতিয়ার এই আইনের অধীন মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের থাকিবে না।

(৪) মোবাইল কোর্ট পরিচালনা করিবার সময় যদি অনুরূপ কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নিকট এইরূপ মনে হয় যে, অপরাধ স্বীকারকারী ব্যক্তির সংশিস্নষ্ট অপরাধ এমন গুরম্নতর যে, এই অধ্যাদেশের অধীন নির্ধারিত দ- আরোপ করা হইলে উহা যথোপযুক্ত দন্ডারোপ হইবে না, তাহা হইলে তিনি উক্ত ব্যক্তিকে দন্ডআরোপ না করিয়া তাহার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা করিবেন।

(৫) মোবাইল কোর্ট পরিচালনা করিবার সময় যদি এইরূপ কোন অপরাধ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর সন্মুখে সংঘটিত বা উদ্ঘাটিত হয়, যাহা সেশন আদালত কিংবা অন্য কোন উচ্চতর বা বিশেষ আদালত বা ট্রাইবু্যনাল কর্তৃক বিচার্য, তাহা হইলে মোবাইল কোর্টপরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধের সহিত সংশিস্নষ্ট ব্যক্তির বিরম্নদ্ধে অভিযোগ এজাহার হিসাবে গণ্য করিবার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করিবেন।
















মোবাইল কোর্টের পরিচালনা পদ্ধতি

৭। (১) এই আইনের অধীন মোবাইল কোর্টপরিচালনা করিবার সময় কোন ব্যক্তির বিরম্নদ্ধে অপরাধ আমলে গৃহীত হইবার পরপরই মোবাইল কোর্টপরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সংৰিপ্ত অভিযোগ লিখিতভাবে গঠন করিয়া উহা অভিযুক্ত ব্যক্তিকে পাঠ ও ব্যাখ্যা করিয়া শুনাইবেন এবং অভিযুক্ত ব্যক্তি গঠিত অভিযোগ স্বীকার করেন কি না তাহা জানিতে চাহিবেন এবং স্বীকার না করিলে তিনি কেন স্বীকার করেন না উহার বিসত্দারিত ব্যাখ্যা জানিতে চাহিবেন।

(২) অভিযুক্ত ব্যক্তি অভিযোগ স্বীকার করিলে তাহার স্বীকারোক্তি লিপিবদ্ধ করিয়া উহাতে অভিযুক্তের স্বাৰর বা ৰেত্রমত, টিপসই এবং দুইজন উপস্থিত স্বাৰীর স্বাৰর বা, ৰেত্রমত, টিপসই গ্রহণ করিতে হইবে; এবং অতঃপর মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাহার বিবেচনায় যথোপযুক্ত দন্ড আরোপ করিয়া লিখিত আদেশ প্রদান করিবেন এবং উক্ত আদেশে স্বাক্ষর করিবেন।

(৩) অভিযোগ অস্বীকার করিয়া আত্মপৰ সমর্থনে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক প্রদত্ত ব্যাখ্যা সন্দেহষজনক হইলে, মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাহাকে অভিযোগ হইতে অব্যাহতি প্রদান করিবেন।

(৪) অভিযুক্ত ব্যক্তি কর্তৃক উপ-ধারা (৩) এর অধীন প্রদত্ত ব্যাখ্যা সন্দেহষজনক না হইলে মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অভিযোগটি বিচারার্থে উপযুক্ত এখতিয়ার সম্পন্ন আদালতে প্রেরণ করিবেন।
















দন্ড আরোপের সীমাবদ্ধতা

৮। (১) এই আইনের অধীন মোবাইল কোর্টপরিচালনা করিয়া দন্ড আরোপ করিবার ক্ষেত্রে, সংশ্লিষ্ট অপরাধের জন্য সংশ্লিষ্ট আইনে যে দন্ডই নির্ধারিত থাকুক না কেন, দুই বছর এর অধিক কারাদন্ড এই আইনের অধীন আরোপ করা যাইবে না।

(২) সংশিস্নষ্ট অপরাধের জন্য সংশিস্নষ্ট আইনে যে অর্থদ- নির্ধারিত রহিয়াছে উক্ত অর্থদন্ড বা অর্থদন্ডে নির্ধারিত সীমার মধ্যে যে কোন পরিমাণ অর্থদন্ড আরোপ করা যাইবে।

(৩) ফৌজদারী কার্যবিধির অধীন যে পদ্ধতিতে অর্থদন্ড ও কারাদন্ড আদায়যোগ্য বা আরোপনীয় হইয়া থাকে, এই আইনের অধীন অর্থদন্ড ও কারাদন্ড অনুরূপ পদ্ধতিতে আদায়যোগ্য ও আরোপনীয় হইবে।
















অর্থদন্ড আদায় সম্পর্কিত বিধান

৯।(১) এই আইনের অধীন কোন অভিযুক্তকে ঘটনাস্থলে দোষী সাব্যস্ত করিয়া কেবল অর্থদন্ড আরোপ করা হইলে উক্ত অর্থদন্ডে নির্ধারিত টাকা তাৎক্ষণিকভাবে আদায়যোগ্য হইবে।

(২) আরোপিত অর্থদন্ড তাৎক্ষণিকভাবে আদায় করা না হইলে অনাদায়ে আরোপিত কারাদন্ড তাৎক্ষণিকভাবে কার্যকর হইবে।

(৩) অর্থদন্ড তাৎক্ষণিকভাবে আদায় করিতে ব্যর্থতার কারণে আরোপনীয় বিনাশ্রম কারাদন্ড তিন মাসের অধিক হইবে না।

(৪) কারাদন্ড ভোগ করিবার সময় অভিযুক্তের পক্ষে অর্থদন্ডের সমুদয় অর্থ আদায় করা হইলে অভিযুক্ত কারাবাস হইতে তাৎক্ষণিকভাবে মুক্তিলাভ করিবেন।

(৫) এই ধারার অধীন অর্থদন্ড আদায় করিতে ব্যর্থতার কারণে আরোপিত কারাদন্ড আংশিক বা সম্পূর্ণ ভোগ করিবার কারণে অর্থদন্ডে সংশ্লিষ্ট অর্থ আদায় অযোগ্য হইবে না; এবং এই ক্ষেত্রে Penal Code, 1860 এর ধারা ৬৪ হইতে ৭০ এর বিধানাবলী, যথানিয়ম, প্রযোজ্য হইবে।
















দোবারা বিচার ও শাস্তি নিষেধ

১০। এই আইনের অধীন দন্ডপ্রাপ্ত কোন ব্যক্তিকে একই অপরাধে পুনর্বার বিচার করা কিংবা দন্ড আরোপ করা যাইবে না এবং অনুরূপ ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির ধারা ৪০৩ এর বিধান প্রযোজ্য হইবে :

তবে শর্ত থাকে যে, ধারা ৭ এর উপ-ধারা (৩) এর অধীন অভিযোগ হইতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি ফৌজদারী কার্যবিধির ধারা ৪০৩ এর অর্থে নির্দোষ সাব্যস্ত (acquitted) বলিয়া গণ্যহইবেন না।
















ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতা প্রয়োগ

১১। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগণের তাহাদের স্ব স্বআঞ্চলিক অধিক্ষেত্রে এই আইনের অধীন মোবাইল কোর্ট পরিচালনা করিয়া দন্ড আরোপের ক্ষমতা থাকিবে।
















মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট সরকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠানের সহায়তা প্রদানের বাধ্যবাধকতা

১২। ১) এই আইনের অধীন মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট সরকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠানের সহায়তা চাহিলে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট সরকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান অনুরূপ সহায়তাপ্রদান করিবে।

(২) মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে, উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকারী সরকারী কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর সংশ্লিষ্ট অপরাধ সংশ্লেষে তল্লাশি (search), জব্দ (seizure) এবং প্রয়োজনে জব্দকৃত পচনশীল বা বিপদজনক (hazardous) বস্তু বিলিবন্দেজ (disposal ) করিবার ক্ষমতা থাকিবে।

(৩) উপ-ধারা (২) এর অধীন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির সংশ্লিষ্ট বিধান, যতদূর সম্ভব, অনুসরণ করিতে হইবে৷
















আপীল

১৩। (১) এই আইনের অধীন আরোপিত দন্ড দ্বারা সংৰুব্ধ ব্যক্তি, সংশ্লিষ্ট আঞ্চলিক অধিক্ষেত্রের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর নিকট আপীল দায়ের করিতে পারিবেন।

(২) ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজে উক্ত আপীল শুনানী ও নিষ্পত্তি করিবেন অথবা তাঁহার অধীনস্ত যে কোন অতিরিক্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর নিকট উহা শুনানী ও নিষ্পত্তির জন্য প্রেরণ করিতে পারিবেন।

(৩) ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিংবা অতিরিক্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত দন্ডাদেশের বিরুদ্ধে আপীল সংশ্লিষ্ট অধিক্ষেত্রের দায়রা জজের নিকট দায়ের করিতে হইবে, এবং দায়রা জজ নিজে উক্ত আপীল শুনানী ও নিষ্পত্তি করিবেন কিংবা কোন অতিরিক্ত দায়রা জজের নিকট উক্ত আপীল শুনানী ও নিষ্পত্তির জন্য প্রেরণ করিবেন।

(৪) এই ধারার অধীন আপীল নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির অধ্যায় ৩১ এর বিধানাবলী, যতদূর সম্ভব, প্রয়োজনীয় অভিযোজনসহকারে প্রযোজ্য হইবে।

(৫) এই ধারার অধীন দায়েরকৃত আপীল ফৌজদারী কার্যবিধির কেবল ধারা ৪১২ এর নির্ধারিত পরিসরে সীমিত থাকিবে।
















সরল বিশ্বাসে কৃত কার্য রক্ষণ

১৪। এই আইন বা তদধীন প্রণীত বিধির অধীন সরল বিশ্বাসে কৃত, বা কৃত বলিয়া বিবেচিত, কোন কার্যের জন্য কোন ব্যক্তি ৰতিগ্রসত্দ হইলে তিনি মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা মোবাইল কোর্ট পরিচালনার সহিত সংশ্লিষ্ট অন্য কোন কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী মামলা বা অন্য কোন প্রকার আইনগত কার্যধারা রম্নজু করিতে পারিবেন না।
















তফসিল সংশোধনের ক্ষমতা

১৫। সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, তফসিল সংশোধন করিতে পারিবে৷
















বিধি প্রণয়নের ক্ষমতা

১৬। সরকার এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে৷
















রহিতকরণ ও হেফাজত

১৭। (১) মোবাইল কোর্ট অধ্যাদেশ, ২০০৯ (২০০৯ সনের ৬ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) অনুরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশ এর অধীন কৃত কোন কাজ কর্ম, গৃহীত কোন ব্যবস্থা বা কার্যধারা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।



















Copyright®2010, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs













http://www.a-z-az.blogspot.com

মন্ত্রী ও উপদেষ্টাগণের তালিকা


মন্ত্রী ও উপদেষ্টাগণের তালিকা

ক্রমিক
নাম
পদবী
যোগদানের
তারিখ
দপ্তর বন্টন

নাম
হইতে
পর্যন্ত


1
শেখ হাসিনা 
প্রধানমন্ত্রী 
6-01-2009 
সশস্ত্র বাহিনী বিভাগ  
6-01-2009 
Till Date 




মন্ত্রিপরিষদ বিভাগ  
6-01-2009 
Till Date 






প্রতিরক্ষা মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 






জনপ্রশাসন মন্ত্রণালয়  
28-04-2011 
Till Date 





2
জনাব আবুল মাল আব্দুল মুহিত 
মন্ত্রী 
6-01-2009 
অর্থ মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



3
বেগম মতিয়া চৌধুরী 
মন্ত্রী 
6-01-2009 
কৃষি মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



4
জনাব আব্দুল লতিফ সিদ্দিকী 
মন্ত্রী 
6-01-2009 
বস্ত্র ও পাট মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



5
ব্যারিস্টার শফিক আহমেদ 
মন্ত্রী 
6-01-2009 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 





6-01-2009 
Till Date 





6
এয়ার ভাইস মার্শাল (অবঃ) এ কে খন্দকার 
মন্ত্রী 
6-01-2009 
পরিকল্পনা মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



7
জনাব রাজিউদ্দিন আহমেদ রাজু 
মন্ত্রী 
6-01-2009 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



8
এ্যাডভোকেট সাহারা খাতুন 
মন্ত্রী 
6-01-2009 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



9
সৈয়দ আশরাফুল ইসলাম 
মন্ত্রী 
6-01-2009 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



10
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন 
মন্ত্রী 
6-01-2009 
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 




প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 





11
জনাব মোঃ রেজাউল করিম হীরা 
মন্ত্রী 
6-01-2009 
ভূমি মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



12
জনাব আবুল কালাম আজাদ 
মন্ত্রী 
6-01-2009 
তথ্য মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 




সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 





13
জনাব এনামূল হক মোস্তফা শহীদ 
মন্ত্রী 
6-01-2009 
সমাজকল্যাণ মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



14
জনাব দিলীপ বড়ুয়া 
মন্ত্রী 
6-01-2009 
শিল্প মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



15
জনাব রমেশ চন্দ্র সেন 
মন্ত্রী 
6-01-2009 
পানি সম্পদ মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



16
জনাব গোলাম মোহাম্মদ কাদের 
মন্ত্রী 
6-01-2009 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



17
জনাব মুহাম্মদ ফারুক খান 
মন্ত্রী 
6-01-2009 
বাণিজ্য মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



18
সৈয়দ আবুল হোসেন 
মন্ত্রী 
6-01-2009 
যোগাযোগ মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



19
ড. মোঃ আব্দুর রাজ্জাক 
মন্ত্রী 
6-01-2009 
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



20
ডা. আফসারুল আমিন 
মন্ত্রী 
6-01-2009 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়  
31-07-2009 
Till Date 



21
ডা. আ. ফ. ম রুহুল হক 
মন্ত্রী 
6-01-2009 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



22
ডাঃ দীপু মনি 
মন্ত্রী 
6-01-2009 
পররাষ্ট্র মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



23
জনাব নুরুল ইসলাম নাহিদ 
মন্ত্রী 
6-01-2009 
শিক্ষা মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



24
জনাব আব্দুল লতিফ বিশ্বাস 
মন্ত্রী 
6-01-2009 
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



25
জনাব শাজাহান খান 
মন্ত্রী 
31-07-2009 
নৌ-পরিবহন মন্ত্রণালয়  
31-07-2009 
Till Date 



26
এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান 
প্রতিমন্ত্রী 
6-01-2009 
ভূমি মন্ত্রণালয়  
31-07-2009 
Till Date 



27
ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অবঃ) 
প্রতিমন্ত্রী 
6-01-2009 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



28
জনাব তানজিম আহমদ 
প্রতিমন্ত্রী 
6-01-2009 
দপ্তরবিহীন  
24-08-2010 
Till Date 



29
স্থপতি ইয়াফেস ওসমান 
প্রতিমন্ত্রী 
6-01-2009 
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



30
ড. হাছান মাহমুদ 
প্রতিমন্ত্রী 
6-01-2009 
পরিবেশ ও বন মন্ত্রণালয়  
31-07-2009 
Till Date 



31
বেগম মন্নুজান সুফিয়ান 
প্রতিমন্ত্রী 
6-01-2009 
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



32
জনাব দীপংকর তালুকদার 
প্রতিমন্ত্রী 
6-01-2009 
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



33
জনাব আহাদ আলী সরকার 
প্রতিমন্ত্রী 
6-01-2009 
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়  
6-01-2009 
Till Date 



34
এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া 
প্রতিমন্ত্রী 
24-01-2009 
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়  
24-01-2009 
Till Date 



35
এ্যাডভোকেট আব্দুল মান্নান খান 
প্রতিমন্ত্রী 
24-01-2009 
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়  
24-01-2009 
Till Date 



36
এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম 
প্রতিমন্ত্রী 
24-01-2009 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়  
24-01-2009 
Till Date 





24-01-2009 
Till Date 





37
এ্যাডভোকেট শামসুল হক টুকু 
প্রতিমন্ত্রী 
24-01-2009 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়  
31-07-2009 
Till Date 



38
এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক 
প্রতিমন্ত্রী 
24-01-2009 
স্থানীয় সরকার বিভাগ  
24-01-2009 
Till Date 




পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ  
24-01-2009 
Till Date 





39
জনাব মোঃ মোতাহার হোসেন 
প্রতিমন্ত্রী 
24-01-2009 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়  
24-01-2009 
Till Date 



40
জনাব মোহাম্মদ এনামুল হক 
প্রতিমন্ত্রী 
31-07-2009 
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়  
31-07-2009 
Till Date 




বিদ্যুৎ বিভাগ  
31-07-2009 
Till Date 





41
জনাব মজিবুর রহমান ফকির 
প্রতিমন্ত্রী 
31-07-2009 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়  
31-07-2009 
Till Date 



42
জনাব প্রমোদ মানকিন 
প্রতিমন্ত্রী 
31-07-2009 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়  
31-07-2009 
Till Date 



43
বেগম শিরীন শারমিন চৌধুরী 
প্রতিমন্ত্রী 
31-07-2009 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়  
31-07-2009 
Till Date 



44
জনাব মোঃ মাহবুবুর রহমান 
প্রতিমন্ত্রী 
31-07-2009 
পানি সম্পদ মন্ত্রণালয়  
31-07-2009 
Till Date 





সর্বশেষ আপডেট: 24-08-2010  

http://www.a-z-az.blogspot.com